Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার , ২০ মার্চ ২০১৮ :আম্মু অফিসে গেছে, আর আসবে না। নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া ইউএস বাংলা এয়ার লাইন্সের কেবিন ক্রু শারমিন আক্তার নাবিলার একমাত্র সন্তান আড়াই বছর ইনায়া ইমাম হিয়া এসব কথা বলে কান্না করছে।

গত ১২ মার্চ নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় ২৬ বাংলাদেশি নিহত হন। তাদের মধ্যে শনাক্ত হওয়া ২৩ জনের মরদেহ আর্মি স্টেডিয়ামে গতকাল বিকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

গতকাল বিকেলে নিহত নাবিলার স্বামী হাসান ইমাম এবং মেয়ে হিয়া লাশ নিতে আর্মি স্টেডিয়ামে আসে। স্বামী ইমাম হাসানের চোখের কোণে চিকচিক জল। কোলে আড়াইবছরের মেয়ে ইনায়া ইমাম হিয়া।

নাবিলার স্বামী ইমাম হাসান বলেন, হিয়া শুধু বার বার বলে আম্মু অফিসে গেছে, আর আসবে না। মেয়েটি মাকে ভুলতে পাড়ছে না। নাবিলা মেয়েকে আদর করে ডাকতেন ‘ইয়া পাখি’ বলে।

তিনি জানান, তেজগাঁও নাখালপাড়া এলাকায় জানাযা শেষে বাদ মাগরিব রহিম মেটাল কবরস্থানে দাফন করা হবে নাবিলাকে।