Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার , ২০ মার্চ ২০১৮ :  রাজশাহী প্রতিনিধি:-রাজশাহীর কামারগাঁ ইউপির শ্রীখন্ডা গ্রামের অালমঙ্গীর সে পুবালী ব্যাংকের গার্ড পদে চাকুরীর অাড়ালে মিথ্যা ব্যাংকার পরিচয় দেয়া, অানসার সদস্য হয়ে তানোর থানার কমান্ডার পরিচয় দেয়া,এবং সমাজ সেবার অাড়ালে সুদ ব্যবসা করা তার বিরুদ্ধে প্রকাশ্যে এ অভিযোগ উঠেছে এবং তা সকলের মুখে মুখে রটে গেছে ?

এ ধরনের অপরাধ কর্মকান্ডের বিষয়ে সঠিক ভাবে কেউ প্রতিবাদ করলে তাকে মামলা বা জঙ্গি বানানোর হুমকি দিয়ে যাচ্ছে সে ব্যক্তি। জরুরী ভিত্তিতে পুবালী ব্যাংকের চেয়ারম্যান, এমডি সহ দূর্নীতি দমন অফিসের প্রতি জরুরী ভাবে খোজ খবর নেয়া দরকার মনে করছে সচেতন নাগরিকেরা। তাছাড়া বিভিন্ন পর্যবেক্ষণে করতে গিয়ে জানা গেছে, তানোর থানা যুব মহিলালীগ সভাপতির স্বামী বলে মিথ্যা পরিচয় দিয়ে অনেক স্থানে জোর করে দাপট খাটাচ্ছে?

গোপনে থাকা সে ব্যক্তির দাপটে শ্রীখন্ডা হাজির মোড়ে প্রকাশ্যে এসব অপরাধ কর্মকান্ড করছে?অপরদিকে দেখা হলে কামারগাঁ ইউপির চার নম্বর ওর্য়াড অা,লীগ সভাপতি অহিদুর রহমান শিমুল এবিষয়ে তিনি তিব্র প্রতিবাদ করেছে।

তিনি বলেছেন কিসের একটা অফিস করেছে অামাদের মোড়ে, তাতে খোজ খবর নিয়ে জানা গেছে উচ্চ সুদে দাদন ব্যবসা হচ্ছে, ব্যাংকের চেয়ে তিন গুন উচ্চ সুদে এগুলো করছে, এছাড়া সঠিক ভাবে খোজ খবর এবং জনগনকে টাকা দেয়ার বিষয়ে তদন্ত করলে অাসল বিড়াল কে বেরিয়ে অাসবে।

এদিকে অহিদুর রহমান শিমুল বলেন তানোর গোদাগাড়ীর জনপ্রিয়(এমপি) সংগ্রামী জননেতা অালহাজ্ব ওমর ফারুক চৌধুরী তিনি কামারগাঁ সেন্ট্রাল কলেজের প্রোগ্রামে তানোর মহিলা অা,লীগ এবং যুব মহিলালীগ সভাপতিদের নাম  উপস্থিত জনগনের সামনে পরিচয় করিয়ে দেয়ার পর বিষয়টি সঠিক ভাবে পরিস্কার হয়েছে।

তাছাড়া এর অাগে শোক দিবসের নাম করে চাঁদা অাদায়ের দাবী তুলেছিলেন স্থানীয় অা,লীগ নেতারা।এবং তাদের বিরুদ্ধে অনলাইন ও নিউজ পেপারে খবর প্রকাশ হয়েছিলো। এদিকে গোপন খোজ খবরে এ সব কথা জানা গেছে এবং গ্রামের সাধারন মানুষেরা  বলেছে এ ধরনের অাচরনে অতিষ্ঠ্য হয়ে পড়েছে এলাকার সাধারন মানুষ।

তাদের বিরুদ্ধে কথা বলার কেউ নাই, এছাড়া তাদের বিষয়ে অনুসন্ধান নিতে গিয়ে জানা গেছে মজিন্দার পাড়ার পরিতোসকে চড় থাপ্পড় মারার অভিযোগ রয়েছে অালমঙ্গীরের বিরুদ্ধে।এ সব বিষয়ে এখন পর্যন্ত কোন বিচার হয়নি? সংবাদ কর্মীকে অন্য লোকের হাত দিয়ে মামলার হুমকি দিয়ে যাচ্ছে?

এতো দাপট কোথা থেকে পেয়েছে অালমঙ্গীর,সাধারন জনগন সহ বঙ্গবন্ধু জাতীয় মানবাধিকার ফাউন্ডেশন বাংলাদেশ, ও ন্যাশনাল ক্রাইম অবজারভেশন এন্ড লিগ্যাল এইড সংস্থার কেন্দ্রীয় মহাপরিচালক অাবুল বাসার চৌধুরী তিনি মুঠো ফোনে বলেন, অত্র সংগঠনের রাজশাহীর সমন্ময়কারীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে তাদের বিষয়ে সব ধরনের তদন্ত করবে এবং শ্রীখন্ডা গ্রাম উন্নয়ন নাম ধারী সংস্থার উপদেষ্টা কে এই সামাজিক সংগঠন জানতে চাই?

এবং তিনি অারো বলেছেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি জরুরী ভাবে নজরের দাবী তুলে  জানিয়েছেন,নির্যাতিত নিপিড়িত মানুষদের পক্ষে থেকে সঠিক পর্যবেক্ষণ করে সার্বিক সহযোগিতা করলে প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলা গঠন এবং২১ ভিশন বাস্তবায়ন করা সহজ হবে বলে মন্তব্য করেছেন সামাজিক সংগঠনের নেতা কর্মীরা।

তারা অারো বলেছেন অামরা নির্যাতিত নিপিড়িত মানুষদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছি এবং সরকারী বে-সরকারী অর্থ সস্পদ লুন্ডন কারী এবং বিভিন্ন অপরাধ কর্মকান্ড করছে  তাদের মুখস সরকার, প্রশাসন এবং বিচার বিভাগের কাছে উন্মোচন করে যাচ্ছে বলে মন্তব্য করে বলেছেন এই গুলিই সংগঠনের কাজ। ধন্যবাদ অামাদের সাথে থাকুন,অাগামীতে অারো মোদের কলম চলবে সত্যের পথে।