Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার , ২১ মার্চ ২০১৮ :  বিশ্বকাপের বাছাইপর্বে যাওয়ার সময় ফেভারিট তকমা ছিল তাদের গায়ে। কিন্তু জিম্বাবুয়েতে গিয়েই যেন খেই হারিয়ে ফেলল ক্রিকেটের সম্ভাবনাময় এ দলটি। টুর্নামেন্টের সুপার সিক্সে উঠলেও পয়েন্ট টেবিলের শেষেরদিকেই রয়েছে তাদের নাম। নিয়ম অনুযায়ী বাছাইপর্বের দুই ফাইনালিস্ট খেলবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে।

পয়েন্ট তালিকা অনুযায়ী এখনো এগিয়ে আছে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। তবে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে নিজেদের সম্ভাবনা কিছুটা হলেও টিকিয়ে রাখল আফগানরা। গতকাল ওল্ড হারারেইন্সে আরব আমিরাতকে ৫ উইকেটে হারায় আফগানিস্তান।

মঙ্গলবার ওল্ড হারারেইন্সে টসে জিতে ব্যাট করতে নেমে আফগান বোলারদের তোপের মুখে পড়ে আমিরাত। শেষ পর্যন্ত শাইমানের ৬৪ ও নাভিদের ৪৫ রানে ভর দিয়ে ৪৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে আমিরাত। রশিদ ৫ ও জাদরান ৩ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে গুলবাদিন নবি ও নাজিবুল্লাহ জাদরানের দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৪.৩ ওভারে ১৭৮ রান করে ৫ উইকেটের জয় তুলে নেয় আফগানিস্তান। নবি ৭৪ রানে ও জাদরান ৬৩ রানে অপরাজিত থাকেন। ম্যাচসেরা হয়েছেন গুলবাদিন নবি।

এ জয়ের ফলে বাছাইপর্বের ফাইনালের আশা কিছুটা বাঁচিয়ে রাখল আফগানিস্তান। তবে সুপার সিক্সের উপরের দলগুলো যদি তাদের পরবর্তী খেলায় হারে তবে রশিদ খানদের ফাইনালে ওঠার সম্ভাবনা থাকবে।