Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার , ২১ মার্চ ২০১৮ :   ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে গত ২১ মার্চ ২০১৮ তারিখে এনুয়াল আরনিংস ডিসক্লোজার ২০১৭ এর আয়োজন করা হয়। 

সেখানে জানানো হয়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ২০১৭ সালে কর পরবর্তী সমন্বিত মুনাফার পরিমান ২৭২২.৩০ মিলিয়ন টাকা যা পূর্ববর্তী বছরের তুলনায় ৩.৬ শতাংশ বেশী। ২০১৭ সালে এককভিত্তিক ব্যাংকের কর পরবর্তী মুনাফার পরিমান ২৪৩৩.৯ মিলিয়ন টাকা যা ২০১৬ সালে ছিল ২৬২৮.৬ মিলিয়ন টাকা।

এছাড়া, ইউসিবি’র ২০১৭ সালে সমন্বিত শেয়ার প্রতি আয় ২.৫৮ টাকা এবং সমন্বিত শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য ২৫.৪৯ টাকা। ২০১৬ সালে  সমন্বিত শেয়ার প্রতি আয় ও  সমন্বিত শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য ছিল যথাক্রমে ২.৪৯ ও ২৪.৫ টাকা।

২০১৭ সালের জন্য পরিচালনা পর্ষদ ১০% নগদ লভ্যাংশ ঘোষনা করেছে। বর্তমান বাজার মূল্যে, লভ্যাংশের হার ৫.৫২ শতাংশ।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব এ ই আব্দুল মুহাইমেন সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে এ সকল তথ্যাদি তুলে ধরেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ শওকত জামিল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব  আহসান আফজাল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ কাদরি, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ মামদুদুর রশিদ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সোহরাব মুস্তাফা সহ বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।