খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮ : প্রতিনিধি, শিবপুর (নরসিংদী): বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদ্যাপন উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ র্যালী, আলোচনা সভা ও বাউল সংগীত গতকাল ২২ মার্চ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়। ইউএনও শীলু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, এসিল্যান্ড সুফল চন্দ্র গোলদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল, ওসি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরকার, পুটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান জাকারিয়া, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমুখ। র্যালী শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও বাউল সংগীত অনুষ্ঠিত হয়।