
খোলাবাযার২৪ : রবিবার ১৩ মে ২০১৮: প্রধানমন্ত্রী মহাকাশ জয় করলেও গণতন্ত্রহীনতার কারণে দেশের মানুষের মন জয় করতে পারছেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।
রবিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, জনগনে মন না জিতে শুধু মহাকাশ জিতলেই শেষ রক্ষা হবে না। আজ ঘরে থাকলে খুন ও ধর্ষণের আতঙ্ক আর বাইরে গেলে বাসের চাকায় পিষ্ট হওয়ার আতঙ্ক।
নেতৃদ্বয় বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণকে স্বাগত জানিয়ে বলেন, স্যাটেলাইট মহাকাশে পরিভ্রমণ করবে। এতে জাতি হিসাবে আমরা গর্বিত। পাশাপাশি জাতি হিসাবে আমাদের এটাও জানার অধিকার রয়েছে এই প্রকল্পে কত অর্থ ব্যায় হয়েছে। কত অপচয় ও দুর্নীতি হয়েছে?
তারা বলেন, সরকারের উচিত হবে দ্রুততম সময়ে এই প্রকল্পে কত টাকা ব্যয় হয়েছে, কিভাবে ব্যায় হয়েছে, কাদের মাধ্যমে ব্যায় হয়েছে, কাদেরকে এই চুক্তি দেয়া হয়েছিল, কত টাকায় চুক্তি দেয়া হয়েছিল এবং পরিপূর্ণ মনিটরিং করার জন্য যে তত্ত্বাবধায়ক করা প্রয়োজন, সেটা করা হয়েছে কিনা? এগুলো জাতির সামনে প্রকাশ করা। তাহলেই জনমনে সকল প্রশ্নের ও বিতর্কের সমাধান হবে। তানা হলে বিতর্কের কারণে সরকারের মহাকাশ বিজয় প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে।