আজ ধোনি কি পারবে ৪০০০ রান করতে?
আজ বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদ বিপক্ষে মাঠে নামছে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস।আইপিএলে ধোনি এ পর্যন্ত ১৭০টি ম্যাচের মধ্যে ১৫৭ টি ইনিংস খেলেছেন। তবে ভারতীয় ক্রিকেট দলের এই সাবেক অধিনায়ক তার আইপিএল ক্যারিয়ারে গড়েছেন এক বিশাল রানের পাহাড়। তিনি আইপিএলে সেঞ্জুরীর স্বাদ না পেলেও হাফ-সেঞ্জুরী করেছেন ২০টি।
এরমধ্যে ২৭১টি চার ও ১৮৪ ছয় হাকিয়ে গয়েছেন ৩৯৫৪ রানের বিশাল রান রেট। আর মাত্র ৪৬ রান করলেই ছুতে পারবেন ৪০০০ রানের কোটা।আজ ধোনির নেতৃত্বে মাঠে নামবে তার সতীর্থরা। আর এই ম্যাচেই কি তিনি তার ৪০০০ রান করতে পারবে?এমন এক প্রশ্নে ঘুরছে ধোনি ভক্তদের মাঝে