Fri. Aug 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪ঃ সোমবার, ১৪মে, ২০১৮ঃ সম্প্রতি যমুনা ব্যাংকের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে প্রবাসী বাংলাদেশীদের জন্য এনআরবি কাস্টমার হয়। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের সম্মানিত পরিচালক জনাব মোঃ সিরাজুল ইসলাম ভরসা এবং জনাব মোঃ ইসমাইল হোসেন সিরাজী ।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিকুল আলম। উক্ত অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী, আজমান এবং শারজাহ’র বিশিষ্ট বাংলাদেশী ব্যবসায়ী এবং বিভিন্ন এক্সচেঞ্জ হাউসের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রবাসীদের জন্য ফ্রি একাউন্ট খোলার ব্যবস্থাসহ যমুনা ব্যাংকের এনআরবি এর বিভিন্ন স্কীমসমূহ সম্পর্কে অবহিত করা হয় এবং বৈধ পথে রেমিটেন্স প্রেরণের জন্য অনুপ্রানিত করা হয়। সভা শেষে প্রবাসী বাংলাদেশীদেরকে র‌্যাফেল ড্র এর মাধ্যমে বিভিন্ন আকর্ষনীয় পুরস্কার বিতরণ করা হয়।