Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

 

খোলাবাজার২৪ঃসোমবার, ১৪মে, ২০১৮ঃজেলার দেবীগঞ্জে ১০ ইউনিয়নে ৩২৬টি সোলার বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে সংসদ সদস্য এ্যাডভোকেট নুরল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস বিতরণ কার্যক্রমের আয়োজন করে। এসব সোলারের মধ্যে ছিল ২৫৮টি বাড়িতে ব্যবহারের জন্য এবং ৬৮টি স্ট্রীট লাইটের জন্য।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. নুরজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান, বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।