Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪ঃ মঙ্গলবার, ১৫মে, ২০১৮ঃ  মেহেদী হাসান( জবি প্রতিনিধি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়  আবৃত্তি সংসদের (জবিআস) ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে দ্বিতীয়  জবিআস আবৃত্তি উৎসব '১৮ আজ মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে  অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবির  ভারপ্রাপ্ত উপাচার্য এবং বর্তমান ট্রেজারার অধ্যাপক মো: সেলিম ভূঁইয়া।
উদ্বোধন ঘোষনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল কুদ্দুস। তিনি  তার বক্তব্যে বলেন, "সংস্কৃতি কখনও মানুষের মধ্যে বিচ্ছিন্নতা ঘটায় না বরং  সংস্কৃতি মানুষের মধ্যে ঐক্যবোধের সৃষ্টি করে"।

এতে   জবিআসের ব্যবস্থাপনা পরিচালক লাবণ্য রাণীর সভাপতিত্বে  ও  আর.জে বাপ্পির সঞ্চালনায়      স্বাগত বক্তব্য দেন,জবিআসের সভাপতি নাভিদুল হাসান। 
 
বিভিন্ন পরিবেশনাতে অংশগ্রহন করে  বৈকুণ্ঠ, উদীচী-জবি সংসদ।
সারাদিনব্যাপী এই উৎসবে ছিল কবিতা আবৃত্তি,গান ও  নৃত্য পরিবেশনা যা উৎসবমূখর পরিবেশ সৃষ্টি করে।
উল্লেখ্য, এতে  সংগঠক একে.এম শামসুজ্জোহা,  আবৃত্তি শিল্পী  শিমুল মোস্তফা এবং কবি তারিক সুজাতকে সম্মাননা স্বারক প্রধান করা হয়।