খোলাবাজার২৪ঃ মঙ্গলবার, ১৫মে, ২০১৮ঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর রাজশাহী জোনের পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা ১৪ মে ২০১৮ সোমবার পাবনার ইসলামী ব্যাংক ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ডাইরেক্টর, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ-এর মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।
ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোনপ্রধান মো. কাওছার উল আলম-এর সভাপতিত্বে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান মো. মাহবুব আলম, রাজশাহী জোনের শাখাপ্রধান, প্রকল্প কর্মকর্তা, সহকারী প্রকল্প কর্মকর্তা ও ফিল্ড অফিসারগণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।