খোলাবাজার২৪ঃ মঙ্গলবার, ১৫মে, ২০১৮ঃ রাশিয়া ২০১৮ ফুটবল বিশ্বকাপের জন্য গতকাল ঘোষিত আর্জেন্টিনার প্রাথমিক দলে ডাক পেয়েছেন ইন্টার মিলার স্ট্রাইকার মাউরো ইকার্ডি এবং জুভেন্টাস প্লেমেকার পাওলো দিবালা।
লিওনেল মেসি, সার্জিও এগুয়েরো এবং এ্যাঞ্জেল ডি মারিয়াসহ অধিকাংশ তারকা খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করেই দল ঘোষনা করেছেন কোচ জর্জ সাম্পাওলি। আগামী ২ মে ২৩ সদস্যের চুড়ান্ত দল ঘোষনা করবেন তিনি।
বি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে অপর তিন দল হচ্ছে নাইজেরিয়া, আইসল্যান্ড ও ক্রোয়েশিয়া।
দল:
গোল রক্ষক: সার্জিও রোমেরো, নাহুয়েল গুজম্যান, উইলফ্রেডো ক্যবালেরো, ফ্রাঙ্কো আরমানি।
রক্ষন ভাগ: গাব্রিয়েল মার্সাডো, ফেডেরিকো ফাজিও, নিকোলাস ওটামেন্ডি, জার্মান পেজেলা, রামিরো ফিউনেস মোরি, মার্কোস রোহো, নিকোলাস টাগলাফিসো, জেভিয়ার মাসচেরানো, মার্কোস আকুনা, এডুয়ার্ডো সালভিও, ক্রিস্টিয়ান আনসালডি।
মধ্য মাঠ: এভার বানেগা, গুইডো পিজারো, লুকাস বিগলিয়া, লিয়েনাদ্রো প্যারেডেস, এ্যাঞ্জেল ডি মারিয়া, জিওভানি লো সেলসো, এঞ্জো পেরেজ, ম্যানুয়েল ল্যানজিনি, পাবলো পেরেজ, ক্রিস্টিয়ান পাভন, ম্যাক্সিমিলিয়ানো মেজা, রিকার্ডো সেঞ্চুরিয়ান, রদ্রিগো ব্যাটাগলিয়া।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়াইন, পাওলো দিবালা, মাউরো ইকার্ডি, সার্জিও এগুয়েরো, দিয়েগো পেরোটি, লতারো মার্টিনেজ।