খোলাবাজার২৪ঃ বৃহস্পতিবার ১৭মে, ২০১৮ঃ মোঃ আউয়াল হোসেন বানারীপাড়া প্রতিনিধি : বানারীপাড়া ও উজিরপুর উপজেলা নিয়ে গঠিত বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের কার্ড ব্যবহার করে পুলিশের হাতে আটক হয়েছে বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বাসিন্দা বাবুল সরদার ।
জানাগেছে ১৬ মে বুধবার সকালে ঢাকার পল্লী বিদ্যুতের (আরইবি) চেয়ারম্যানের অফিসে গিয়ে নিজেকে বরিশাল-২ আসনের সংসদ সদস্য পরিচয় দেয় বাবুল সরদার। সে জাতীয় সংসদের লোগো সম্বলিত বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের নামের কার্ড ব্যবহার করলেও কার্ডে বাবুল চাখারীর ছবি ছিল বলে জানাগেছে। ওই অফিসে বসেই মুজিব কোর্ড পরিহিত বাবুল কথায় কথায় মুন্নু সিরামিক্স’র ৫ কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিল কিস্তিতে পরিশোধের বিষয়ে আলোচনা করেন।
এ সময় বাবুল সরদারের কথাবার্তা ও আচরণে অসংলগ্ন মনে হওয়ায় তাকে অফিসে বসিয়ে রেখে আরইবি চেয়ারম্যান এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের সাথে মুঠোফোনে যোগাযোগ করেন। পরে তার কাছ থেকে বিষয়টি প্রতারণা নিশ্চিত হয়ে তিনি খিলক্ষেত থানা পুলিশের কাছে বিষয়টি জানান। এ ব্যাপারে খিলক্ষেত থানার পুলিশ সূত্র জানান,আরইবি দপ্তর থেকে ফোনে প্রতারণার বিষয়টি জেনে ওই অফিসে পুলিশ পাঠিয়ে প্রতারককে আটক করে থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসা বাদ করলে সে বরিশাল-২ আসনের এমপি নয় বলে জানিয়ে,তার নাম বাবুল সরদার চাখারী বলে জানায়।