খোলাবাজার২৪ঃ রবিবার ২০মে, ২০১৮ঃ সম্প্রতি রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান এর তাৎপর্য,নবী রাসুলদের জীবনী শীর্ষক আলোচনা ও ব্যাংকের নির্বাহী,কর্মকর্তা এবং কর্মচারীদের সন্তানদের অংশগ্রহনে ক্বিরাত প্রতিযোগীতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ, কে, এম মুশাররফ্ হুসাইন। সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ, সম্মানীয় উপ ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. সাইফুদ্দিন আহমেদ, মোঃ আব্দুস সালাম ও মোঃ মোফাজ্জল হোসাইনসহ ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী যমুনা ব্যাংকের ৪২ টি শাখার নির্বাহী, কর্মকর্তা এবং কর্মচারীগন। অনুষ্ঠানে ৪১ জন প্রতিযোগী অংশগ্রহন করেন।