খোলাবাজার২৪ঃ রবিবার ২০মে, ২০১৮ঃ হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ইউনানী ও আয়ুর্বেদিক অনুষদের ১ম ব্যাচের বিইউএমএস ও বিএএমএস ডিগ্রী সম্পন্নকারী শিক্ষার্থীদের সাময়িক সনদপত্র প্রদান অনুষ্ঠান হামদর্দ ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আব্দুল মান্নান পিএইচডি-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইউনানী ও আয়ুর্বেদিক মেডিসিন অনুষদের সম্মানি ডিন অধ্যাপক ডা. এ কে আজাদ খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর মোতাওয়াল্লী ও উপ-ব্যবস্থাপনা
পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া রাসেল, পরিচালক অর্থ ও হিসাব মোঃ আনিসুল হক, পরিচালক প্রশাসন অধ্যাপক হাকীম শিরী ফরহাদ, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন লেঃ কর্ণেল মাহবুবুল আলম চৌধুরী (অবঃ), মোতাওয়াল্লী ও পরিচালক এইচ আর ডি ডাঃ নার্গিস মারজান শিল্পী, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ট্রেজারার অধ্যাপক গোলাম মরতুজা, রেজিস্ট্রার মোঃ লুৎফর রহমান, বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের রেজিস্ট্রার মোঃ হারুনার রশীদ, ইউনানী বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ খায়রুল আলম, আয়ুর্বেদিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক হাসিব শেখসহ হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ইউনানী ও আয়ুর্বেদিক অনুষদের ১ম ব্যাচের বিইউএমএস ও বিএএমএস ডিগ্রী সম্পন্নকারী শিক্ষার্থীবৃন্দ।