Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪ঃ রবিবার ২০মে, ২০১৮ঃ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে ‘শরীয়াহ্ ইমপ্লিমেন্টেশন ইন এআইবিএল’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ১৯ মে ২০১৮, শনিবার অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কাজী তউহীদ উল আলম প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন।

এ সময় শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মুইনুল ইসলাম, ট্রেইনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুর রহীম দুয়ারি, এআইবিএল ঢাকা সেন্ট্রাল জোনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মনির আহমেদ, ট্রেনিং ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী এবং শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির সচিব ও ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুর রহীম খান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কাজী তউহীদ উল আলম ব্যাংকের সার্বিক কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন একজন গ্রাহকের আমানত ও বিনিয়োগের রক্ষনাবেক্ষণের দায়িত্ব পালনের ক্ষেত্রে একজন ব্যাংকারকে অবশ্যই সততা এবং আন্তরিকতার মাধ্যমে কাজ করতে হবে। এক্ষেত্রে সকলকে শরীয়াহ্ পরিপালনের ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে। তিনি কোর্সে অংশগ্রহণকারী সকলকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান সঠিকভাবে কর্মক্ষেত্রে প্রয়োগের নির্দেশ প্রদান করেন।