Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪ঃ মঙ্গলবার, ২২মে, ২০১৮ঃ  পিরোজপুরের নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজেদুল কবির রাসেল এর উপর আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর জেলা শাখার আহবায়ক মোঃ শহিদুল ইসলাম সাঈদ এবং সিঃ যুগ্ম আহবায়ক মোঃ আসাদুজ্জামান মিঠু। 

আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আওয়ামী সন্ত্রাসীদের জন্য সাধারণ মানুষের জীবন আজ বিপন্ন। আওয়ামী, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের অব্যাহত সন্ত্রাসী কার্যক্রম জংলী মানসিকতাকেও ছাড়িয়ে গেছে। ছাত্রলীগ সন্ত্রাসীরা  সারা দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর পরও তাদেরকে পুরস্কৃত করা হয় পক্ষান্তরে ছাত্রদলের নেতা কর্মীরা কোন অন্যায় না করলেও তাদেরকে বিনা কারণে গ্রেফতার করে বর্বর নির্যাতন চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকান্ডে পেশাদারত্বের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যই বেশি দেখা যাচ্ছে। নাজিরপুরে ছাত্রদল নেতার ওপর হামলা ছাত্রলীগের বিকৃত মানসিকতার চরম বহি:প্রকাশ মাত্র।

নেতৃদ্বয় অবিলম্বে নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজেদুল কবির রাসেল এর উপর হামলায় জড়িত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগ সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।