খোলাবাজার২৪ঃ বৃহস্পতিবার ২৪ মে, ২০১৮ঃ পবিত্র রমজান মাসে ঢাকা শহরের বিভিন্ন ট্রাফিক সিগন্যালে আটকে পড়া ঘরমুখো মানুষের মাঝে মাসব্যাপী বিনামূল্যে হামদর্দের ইফতার ও শতাব্দীর শ্রেষ্ঠ হালাল পানীয় রুহ্ আফজা বিতরণ কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে হামদর্দ পাবলিক কলেজের ছাত্র-ছাত্রীরাও গতকাল (২৩ মে ২০১৮ ইং) সন্ধ্যা ৬:০০ টায় হামদর্দ পাবলিক কলেজের সামনে, বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে, কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড় ও পান্থপথ মোড়ে জ্যামে আটকে পড়া ঘরমুখো মানুষের মাঝে বিনামূল্যে ইফতার ও শতাব্দীর শ্রেষ্ঠ হালাল পানীয় শরবত রুহ্ আফজা বিতরণ করে।
এ সময় উপস্থিত ছিলেন হামদর্দের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া রাসেল, পরিচালক তথ্য ও গণসংযোগ কাজী মনসুর-উল-হক, কলেজের গভর্নিং কমিটির সভাপতি এবং হামদর্দের পরিচালক অর্থ ও হিসাব মোঃ আনিসুল হক, পরিচালক প্রশাসন অধ্যাপক হাকীম শিরী ফরহাদ, কলেজের অধ্যক্ষ প্রফেসর সাদেকুর রহমান মজুমদার এবং শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্র-ছাত্রীরা।