Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

খোলাবাজার২৪ঃ শুক্রবার ২৫মে, ২০১৮ঃ নাম ডোনাট। গায়ের রং ধূসর। ইন্টারভিউ দিয়েছে যাকে বলে অসাধারণ এবং বেশ স্মার্ট। এত গুণ যখন রয়েছে তাহলে পুলিশে চাকরিতে বাধা কোথায়? তাই মিচিগান পুলিশে চাকরিটা পাকা করে ফেলেছে বিড়াল ছানা। বিড়াল প্রজাতির ইউনিটে সার্ভিস দেবেন এই পুলিশ অফিসার।

ডোনাট এখন মিচিগান পুলিশ বিভাগের নতুন সদস্য। বিড়ালছানাকে ইন্টারভিউতে তার ডান পা তুলতে বলা হয়। তিনি সেই কাজটি দক্ষতার সঙ্গে করে দেখান। আর ইন্টারভিউ ক্র্যাক করে পেলেন। এরপরই তার চাকরি পাকা হয়ে যায়। এবং আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে তিনি মিচিগান পুলিশের ওই বিভাগে যোগদান করেন বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর।

মিচিগানের হিউমেন সোসাইটির তরফ থেকে তাকে টিডিপিতে দেওয়া হয়৷ এখন তিনি মিচিগান পুলিশের বিড়ালপ্রজাতির বিভাগে কর্মরত৷ চিফ গ্যারি মায়ের বারবার একথাই বলেছেন, আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে মানুষকে জানাতে চাইছি যে পুলিশও মানুষ৷ এবং আমরা আমাদের সেই দিকটাও দেখাতে চাইছি যেখানে আমরা শুধু আইন প্রয়োগেই নয় তার বাইরে গিয়েও কাজ করি৷

প্রথম প্রার্থী ব্যাজেসের ফিলাইন লিউকেমিয়া ধরা পড়ার পর ডোনাটকে নিয়োগ করা হয়৷ ফিলাইন লিউকেমিয়া বিড়ালপ্রজাতির একটি মারণ রোগ৷ যে রোগ খুব ছোঁয়াচে ও বাকি বাড়িল প্রজাতির মধ্যে যে রোগ দ্রুত ছড়িয়ে যায়৷

পুলিশ জানিয়েছে ব্যাজেসের এই রোগ ধরা পরার পর তারা খুবই দুঃখ পান৷ এরপর ডোনাটকে সেই বিভাগের দায়িত্ব দেওয়া হয়৷ যদিও ব্যাজেস সবসময়ই তাদের প্রথম প’ফিসার থাকবে৷ মানুষের মধ্যে পালিত পশু দত্তক নেওয়ার প্রবণতা বাড়াতে ও পালিত পশুদের উদ্ধার করতে এবং মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে এই বিড়াল পুলিশ অফিসারকে ব্যবহার করা হবে বলে মিচিগান পুলিশ সূত্রে খবর৷