খােলা বাজার২৪। শনিবার, ০৮ জুন ২০১৮ :পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে জাতীয়তাবাদী অনলাইন ফোরাম (NOF) এর উদ্যোগে ইফতার ও দোয়া মহাফিল অনুষ্ঠিত । ৮ জুন (শুক্রবার ) জাতীয়তাবাদী দল( বিএনপির ) পিরোজপুর জেলা কার্যালয়ে এ ইফতার ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়েছে ।
জাতিয়তাবাদী অনলাইন ফোরাম এন ও এফ এর পিরোজপুর জেলা শাখার সভপতি শুভ হাওলাদারের সভাপতিত্বে ওসাধারন সম্পাদক এম ডি শহিদুল ইসলাম রানার পরিচালনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর থানা ছাত্রদল নেতা সরদার রাহাত নূর পরাগ,জাকারিয়া হাওলাদার,সিকদার সজল,মাসুদ গাজী,রিয়াজ মাতুব্বর,নয়ন শেখ প্রমুখ। এসময় পৌর ছাত্রদল নেতা সরদার রাহাত নূর পরাগ তার বক্তব্যে অবিলম্বে বেগম খালেদা জিয়া মুক্তির দাবি জানান ।
এর আগে বিএনপি কার্যলয়ে তালা ভেঙ্গে কার্যালয়ে ঢোকে ছাত্রদলের নেতাকর্মীরা । উল্লেখ্য , ৫ জুন পিরোজপুরে জেলা বিএনপি কার্যালয়ে তালা ঝুলিয়ে জেলা ছাত্রদলের বিক্ষুদ্ধ ছাত্রদল নেতা-কর্মীরা। পিরোজপুর জেলা ছাত্রদলের কমিটি ঘোষনা করায় পদবঞ্চিত ছাত্রদল নেতা-কর্মীরা জেলা বিএনপি কার্যালয়ে এ তালা ঝুলিয়ে দেয়।