Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

 

  •  

ঢাকার খিলক্ষেতের জোয়ার সাহারায় বিআরটিসির ডিপোতে আগুন লেগে পুড়েছে ১৫টি বাস।

খােলা বাজার২৪। শনিবার, ০৯ জুন ২০১৮ : বিমানবন্দর সড়কের পাশের এই ডিপোতে ঈদের এক সপ্তাহ আগে শনিবার প্রথম প্রহরে এই অগ্নিকাণ্ড ঘটে। কীভাবে এই আগুন লাগল, তা জানা যায়নি।

রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থাটির জোয়ারসাহারা ডিপোর ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্ভবত রাত একটা থেকে দেড়টার দিকে আগুন লেগেছে। সে সময় আমাদের কর্মীরা রাতের শিফটে কাজ করছিল।"

আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, তাদের গাড়িও এসেছিল। তবে পানি না থাকায় আগুন নেভানোর কাজ শুরু করতে দেরি হয়। পরে পাশের একটি পাম্প থেকে পানি নিয়ে আগুন নেভানো হয়।

১৫টি বাস পুড়েছে জানিয়ে মনিরুজ্জামান বলেন, “এর মধ্যে আটটি বাস অকেজো। এছাড়া চারটি ডবল ডেকার, দুটি সিঙ্গেল ডেকার এবং একটি মিনিবাস।”

আগুন লাগার খবর পেয়ে সকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়াসহ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার তদন্তে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে নজরুল বলেন, “এখন পর্যন্ত আমরা আগুন লাগার কারণ জানতে পারিনি। সেখানে যারা ছিল তারা কেউ বলতে পারছে না কীভাবে আগুন লেগেছে।

“তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, গাড়ির ইলেকট্রিক ফাংশন শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।”