খােলা বাজার২৪। রবিবার,১৭ জুন ২০১৮ : রাতে মাঠে নামছে জার্মানি। বর্তমান চ্যাম্পিয়নদের গ্রুপ এফ এ প্রতিপক্ষ মেক্সিকো। প্রস্তুতি ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে হেরে কিছুটা পিছনেই দেখতে হচ্ছে ক্রুস ওজিলদের। কিন্তু ফুটবল কবি জোয়ালিক লো তা মানতে নারাজ। ফুটবল বিশ্বকাপে মোট আটটি ফাইনাল খেলায় সবচেয়ে এগিয়ে ডাই ম্যানশ্যাফট-রা। অন্যদিকে মেক্সিকো তাদের শেষ পাচঁটি ম্যাচে জয় পেয়েছে দুইটি পরাজয়ও সমান সংখ্যক এএবং ড্র একটি। দুই দলের শেষ মুখোমুখিতে কনফেডারেশন কাপে ৪-১ এর বিশাল জয় পেয়েছিলো জোয়াকিম লোর শিষ্যরা।
তবে এই প্রথমবার নয় বরং চতুর্থ বারের মত মুখোমুখি হচ্ছে এই দুই দল এবং চার ম্যাচই জিতেছে জার্মানি। জার্মানি ও মেক্সিকোর মোট ম্যাচ হয়েছে ১১ টি যার মধ্যে মেক্সিকোর জয় মাত্র ১ টি বাকি ৫ টি ম্যাচ ড্র ও ৫ টি ম্যাচ পরাজিত।।
বড় প্রতিযোগিতা মানেই জার্মানি। শেষ আটাশ বছর ধরে জার্মানি তাদের প্রথম ম্যাচের সবকটিতেই জিতেছে। আবার অন্যদিকে মেক্সিকোর রেকর্ডটাও আকাশচুম্বী। শেষ বিশ বছরে মানে পাচ বিশ্বকাপে তারা তাদের প্রথম ম্যাচে হারে নাই। জয় ১ ড্র ৪।
বাংলাদেশ সময় রাত নয়টায় লুজনিকি স্টেডিয়ামে মাঠে নামছে জার্মানি। তবে হ্যা ফুটবল মানে না কোনো পরিসংখ্যান বা আগের কিছু ইতিহাস। নতুন করে রচিত হয় ইতিহাস নাম লিখা হয় ইতিহাসের পাতায়। সে হিসেবে গ্রুপ এফ এর প্রথম ম্যাচে কি করে ডাই ম্যানশ্যাফট রা তাই দেখার বিষয়।