খােলা বাজার২৪। রবিবার, ২৪ জুন ২০১৮ : আগামীকাল সোমবার থেকে । এ উৎসবের মধ্য দিয়ে কলকাতার ছবিপ্রেমী দর্শক বাংলাদেশের আটটি চলচ্চিত্র দেখার সুযোগ পাচ্ছে। ছবিগুলো হলো ‘কালের পুতুল’, ‘অজ্ঞাতনামা’, ‘খাঁচা’, ‘কৃষ্ণপক্ষ’, ‘ড্রেসিং টেবিল’, ‘টু বি কন্টিনিউড’, ‘আলতাবানু’ ও ‘ভয়ংকর সুন্দর’। আটটি ছবির সাতটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।
কলকাতার নন্দন মিলনায়তনে চার দিনের এ উৎসব শুরু হচ্ছে আগামীকাল বিকেলে। উৎসবের উদ্বোধনী ছবি আ কা রেজা গালিবের ‘কালের পুতুল’। ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়া পূর্বাঞ্চলের প্রতিনিধি এবং এবারের উৎসব আয়োজক প্রেমেন্দ্র মজুমদার।
আজ রোববার দুপুরে কলকাতা থেকে প্রেমেন্দ্র মজুমদার বলেন, ‘ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার পূর্বাঞ্চলের পক্ষ থেকে প্রথম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব আয়োজিত হয় ২০১১ সালের মে মাসে, কলকাতার ম্যাক্স ম্যুলার ভবনে। এরপর বিক্ষিপ্তভাবে কিছু বাংলাদেশের ছবি দেখানো হয়। সংগঠিতভাবে নন্দনে উৎসব আয়োজিত হয় গত বছর ফেব্রুয়ারি মাসে। কলকাতার পর ভারতের আরও ২০টি শহরে সে উৎসব হয়েছে। বাংলাদেশের ছবির দেশব্যাপী এই জনপ্রিয়তায় উৎসাহিত হয়ে আমরা আবারও এ উৎসব আয়োজন করছি। কলকাতার দর্শকদের কাছে তো বটেই, দেশের অন্য শহরেও বাংলাদেশের শিল্প মানসম্মত ছবির জনপ্রিয়তা রয়েছে। এ বছর ভারতের আরও ২০টি শহরে এ উৎসব আয়োজন করার পরিকল্পনা আছে। এরই মধ্যে বহরমপুর, শিলিগুড়ি, বর্ধমান, মেদিনীপুর, জামশেদপুর, রাঁচি, ভুবনেশ্বর, গুয়াহাটি, জোড়হাট, মুম্বাই, পুনে, নাগপুর, দিল্লি, চেন্নাই, হায়দরাবাদ, বিশাখাপট্টনম, ত্রিবান্দ্রম, কোচি শহরে উৎসব আয়োজনের কথা হয়েছে।’
আগামীকাল বিকেল চারটায় ‘কালের পুতুল’ ছবির প্রদর্শনীর মধ্য দিয়ে উৎসবের পর্দা উঠবে। এরপর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নন্দনের ৩ নম্বর মিলনায়তনে হবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। চার দিনের এ উৎসব উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের সংসদ সদস্য ও গুণী অভিনেতা ব্রাত্য বসু, বিশেষ অতিথি থাকবেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ অনুষ্ঠানে থাকবেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, নন্দনের প্রধান নির্বাহী কর্মকর্তা মহুয়া বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমন।
উৎসবের শেষ দিন দেখানো হবে অরুণ চৌধুরী পরিচালিত ‘আলতাবানু’। এরপর সন্ধ্যা ছয়টায় অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ ছবির প্রদর্শনীর মধ্য দিয়ে পর্দা নামবে উৎসবের।