খােলা বাজার২৪। শনিবার,৩০ জুন ২০১৮ : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্বদানকারী নেতাদের ব্যাপক মারধর করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
শনিবার সকাল সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটে।
শনিবার সকাল সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, কোটা সংস্কার নিয়ে প্রজ্ঞাপন জারির দাবিতে আন্দোলনের নেতাকর্মীরা সকালে সংবাদ সম্মেলন করতে যান ক্যাম্পাসে। এ সময় তাদের বাঁধা দিয়ে হামলা চালায় ছাত্রলীগ।
এতে আহত হন আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক এবং রাশেদ খান। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।