Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাকারের কবলে

 খোলাবাজার২৪.সোমবার,০২ জুলাই, ২০১৮ঃ  হ্যাকারের কবলে পড়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ওয়েবসাইট। সোমবার সকাল থেকে ওয়েবসাইটির নিয়ন্ত্রণ নিয়েছে ব্ল্যাক-পাইথন নামে একটি হ্যাকারস গ্রুপ।

বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি সকালে এটা দেখতে পেলাম।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকলে দেখা যায়, প্রচ্ছদপটে এক পাকিস্তানি সেনা সদস্যের সামনে পাকিস্তানের পতাকার ছবি, তার ওপরে ইংরেজিতে লেখা হ্যাক বাই ব্লাক-পাইথন।

এর পর লেখা হয়েছে- হাই অ্যাডমিন ইউর ওয়েবসাইট হ্যাজ বিন হ্যাকড বাই পাকিস্তানি হ্যাক্সরস বিকজ ইউ ফেইল্ড টু সিকিউর ইউর ওয়েবসাইট :)/….লগআউট”
তার পর খেলা -ফ্রি কাশ্মীর-!!-পাকিস্তান-জিন্দাবাদ-!!-ফ্রি প্যালেস্টাইন-

এদিকে বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।