খোলাবাজার২৪.বুধবার,০৪ জুলাই, ২০১৮ঃ২০-দলীয় জোটের বৈঠক ডেকেছে বিএনপি। বুধবার বিকাল ৪টায় গুলশান কার্যালয়ে এ বৈঠক হবে।
বৈঠকে সিটি নির্বাচনসহ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি ঘোষিত কর্মসূচিতে জোটের অংশগ্রহণ নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
বৈঠক প্রসঙ্গে ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, ৩ সিটি নির্বাচনকে সামনে রেখে বৈঠক ডাকা হয়েছে। নির্বাচন পরিচালনার জন্য জোটের ভেতর থেকে সমন্বয় কমিটি গঠন করা হবে। একই সঙ্গে বিএনপি ঘোষিত কর্মসূচি সফল করার বিষয়েও আলোচনা হবে।