Tue. May 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪.মঙ্গলবার ,১০ জুলাই, ২০১৮ঃ বগুড়া, ১০ জুলাই, ২০১৮ (বাসস) : জেলায় আজ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে সাংবাদিক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সিভিল সার্জনের সভাকক্ষে সভায় বগুড়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. শামসুল হক, ডেপুটি সিভিল সার্জন ডা. ওয়াদুদ, ডা. আসফিয়া শারমিন, ডা. রাশিদা সুলতানা। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাব সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, আরিফ রেহমান, সহ-সভাপতি আব্দুস সালাম বাবু প্রমুখ।
সভায় জানানো হয়, আগামী ১৪ জুলাই শনিবার জেলায় ২ হাজার ৯৪০টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ৬১ হাজার ৮৭০ জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল, ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ২৩ হাজার ১৪১ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।