খোলাবাজার২৪.বুধবার ,১১ জুলাই, ২০১৮ঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা পৃথক দুটি মামলায় জামিন চেয়ে তার আইনজীবীরা ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেছেন। আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল জানান, মানহানি ও জন্মদিন পালনের অভিযোগে করা ওই দুটি মামলায় বুধবার সকালে এ জামিন আবেদন করা হয়।
বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, দুটি মামলায় ৫ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বেগম খালেদা জিয়ার জামিন চাওয়া হয়। আদালত জামিন আবেদন নাকচ করেন। ওই আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে জামিন চাওয়া হয়েছে। ৩১ জুলাই বেগম খালেদা জিয়ার জামিন শুনানির দিন ঠিক করেছেন আদালত।
এর আগে ৫ জুলাই বেগম খালেদা জিয়ার আরেক আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, এ দুটি মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা জামিনযোগ্য। এর আগে গত ১৭ মে এই দুটি মামলায় জামিন চেয়েছিলেন বেগম খালেদা জিয়া।
দুই বছর আগে ২০১৬ সালের ৩ নভেম্বর বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। এ মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গত বছরের ১২ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, রাজাকার-আলবদর নেতা-কর্মীদের মন্ত্রী-এমপি বানিয়ে তাদের বাড়ি-গাড়িতে বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকা তুলে দেওয়া হয়েছে।
একাধিক জন্মদিন পালনের মামলার অভিযোগে ২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকার আদালতে আরেকটি নালিশি মামলা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম। এ মামলায়ও আদালত বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।