Tue. May 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
????????????????????????????????????

খোলাবাজার২৪ শনিবার ১৪ জুলাই, ২০১৮ঃ  স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান ও এফবিসিসিআই- এর প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন কাজী আকরাম উদ্দিন আহ্মদ শতবর্ষ প্রাচীন, জাতিসংঘের কনসালটেটিভ স্ট্যাটাস প্রাপ্ত, বিশে^র সর্ববৃহৎ মানবসেবামূলক সংগঠন, লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল- এর ২০১৮-২০২০ মেয়াদের জন্য ইন্টারন্যাশনাল ডিরেক্টর পদে নির্বাচিত হন। বিশ্বের দুইশতাধিক দেশের লায়ন নেতৃবৃন্দের অংশগ্রহণে সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল এর ১০১তম ইন্টারন্যাশনাল কনভেনশনে মানবহিতৈষী এই মহান পুরুষ সুদীর্ঘ ৪০ বছরেরও অধিক সময়কাল লায়নিজমে জড়িত থেকে মানবসেবার স্বীকৃতিস্বরূপ ২য় সর্বোচ্চ ভোটে উক্ত পদে নির্বাচিত হন।

লায়ন কাজী আকরাম উদ্দিন আহ্মদ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের একজন সম্মানিত সদস্য ও শিল্প ও বাণিজ্য উপ- কমিটির মাননীয় চেয়ারম্যান এবং বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস্ এর প্রাক্তন চেয়ারম্যান। বিশিষ্ট সমাজ সেবক, বিদ্যানুরাগী ও শিল্পপতি লায়ন কাজী আকরাম উদ্দিন আহ্মদ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের সাথেও প্রত্যক্ষভাবে জড়িত।