খোলাবাজার২৪ শনিবার ১৪ জুলাই, ২০১৮ঃ আর/এস
তুমি আসবে বলেই বসন্ত এসে পেরিয়েছে চৌকাঠ…
তুমি আসবে বলেই শিশির শিশির ভরে গেছে মাঠঘাট…
তুমি আসবে বলেই বসন্ত এসে পেরিয়েছে চৌকাঠ…
তুমি আসবে বলেই শিশির শিশির ভরে গেছে মাঠঘাট…
তুমি আসবে বলেই……
মনের জানলা খুলেছে পাল্লা
আলো মন একাকার…
যেন হাজার স্বপ্ন ভুলে অযত্ন
রামধনু পারাপার…
মনের জানলা খুলেছে পাল্লা
আলো মন একাকার…
যেন হাজার স্বপ্ন ভুলে অযত্ন
রামধনু পারাপার…
তুমি আসবে বলেই……
তুমি আসবে বলে কড়িকাঠ গুনে বাদল বেলার ঘুম…
তুমি আসবে বলেই হঠাৎ আনন্দে দুপুরটা নিঝুম…
তুমি আসবে বলে কড়িকাঠ গুনে বাদল বেলার ঘুম…
তুমি আসবে বলেই হঠাৎ আনন্দে দুপুরটা নিঝুম…
তবুও ভাবনা মেলেছে পাখনা সংশয়ে হাওয়ায়ে…
বৃষ্টিধারায়ে ঝাপসা তারায়ে সুখের সান্ত্বনায়ে…
তবুও ভাবনা মেলেছে পাখনা সংশয়ে হাওয়ায়ে…
বৃষ্টিধারায়ে ঝাপসা তারায়ে সুখের সান্ত্বনায়ে…
তুমি আসবে বলেই……
তুমি আসবেই জানি বলবো কিভাবে তুমি যে আমার…
তুমি আমার আকাশে সে আকাশ নেই আমার ই অধিকার…
তুমি আসবেই জানি বলবো কিভাবে তুমি যে আমার…
তুমি আমার আকাশে সে আকাশ নেই আমার ই অধিকার…
দ্বিধা ও দ্বন্দ্ব ভাঙ্গছে ছন্দ বুকেতে অজানা ভয়
জানি যেকোনো শর্তে লুকিয়ে রয়েছে আমার পরাজয়…
দ্বিধা ও দ্বন্দ্ব ভাঙ্গছে ছন্দ বুকেতে অজানা ভয়
জানি যেকোনো শর্তে লুকিয়ে রয়েছে আমার পরাজয়…!
তুমি আসবে বলেই…