Tue. May 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

সৌদি-আরবে-সড়ক-দুর্ঘটনায়-৭-বাংলাদেশি-নিহত

খোলাবাজার২৪ শনিবার ১৪ জুলাই, ২০১৮ঃ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত ও আরো তিন বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দুপুরে দাম্মাম প্রদেশের সানাইয়া রোডে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ দূতাবাসের দাম্মাম অঞ্চলের কর্মকর্তা ফয়সল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতরা হলেন নরসিংদী জামালিয়া কান্দির আবুল কাসেমের ছেলে মোহাম্মদ রবি ও কুমিল্লা কালাই গোবিন্দপুরের জসিমউদ্দিন।

আহত তিনজন হলেন নরসিংদী জামালিয়া কান্দির আবুল কাশেমের ছেলে মোহাম্মদ হাবিবুর, নরসিংদী চমপক নগরের আলি আহম্মদ ও কুমিল্লা কালাই গোবিন্দপুরের জনি গাজী। আহতদের দাম্মামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।