Tue. May 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

বিল ক্লিনটনের সঙ্গে গোলাম ফারুক শাহীন। হান্টিংটন, নিউইয়র্ক, ৫ জুলাই। ছবি: বিজ্ঞপ্তি

খোলাবাজার২৪ শনিবার ১৪ জুলাই, ২০১৮ঃ

বিল ক্লিনটনের সঙ্গে গোলাম ফারুক শাহীন। হান্টিংটন, নিউইয়র্ক, ৫ জুলাই। ছবি: বিজ্ঞপ্তিবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাগারে বন্দী থাকার বিষয়টি সম্পর্কে অবগত আছেন বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ৫ জুলাই নিজের লেখা বইয়ের সাইনিং অনুষ্ঠানে উপস্থিত এক প্রবাসী বাংলাদেশির সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

৫ জুলাই নিউইয়র্কের হান্টিংটন শহরে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও খ্যাতনামা লেখক জেমস প্যাটারসনের যৌথভাবে লেখা ‘দ্য প্রেসিডেন্ট ইজ মিসিং’ বইয়ের সাইনিং অনুষ্ঠান হয়। এ সময় আমেরিকাপ্রবাসী জাসাসের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও ডেমোক্রেটিক দলের সদস্য গোলাম ফারুক শাহীন খালেদা জিয়ার বন্দিত্ব নিয়ে বিল ক্লিনটনের সঙ্গে কথা বলেন।

গোলাম ফারুক বিল ক্লিনটনকে বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় জড়িয়ে ৭৫ বছর বয়সী খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয়েছে। মানবিক কারণেও তাঁকে জামিন দেওয়া হচ্ছে না। একটি মামলায় জামিন হলে আরেকটি মামলা দিয়ে আটক রাখা হচ্ছে।’

এ বিষয়গুলো শুনে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি বিল ক্লিনটন। চুপচাপ শাহীনের কেনা বইয়ে অটোগ্রাফ দিয়ে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘খালেদা জিয়ার কারাবন্দী থাকার বিষয়টি আমি জানি।’ এরপর কিছুক্ষণ চুপ থেকে বলেন, ‘বৈশ্বিক রাজনীতি এখন অনেক কঠিন হয়ে পড়েছে।’ বিজ্ঞপ্তি