খোলাবাজার২৪ রবিবার,১৫ জুলাই, ২০১৮ঃ (মোঃ রাসেল মিয়া,নরসিংদী প্রতিনিধি) নরসিংদী প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি ও আরটিভি এবং মানবজমিনের স্টাফ রির্পোটার মোর্শেদ শাহরিয়ারসহ তার পরিবারের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তাঁদের বহনকারী প্রাইভেটকারটি ভাঙচুর করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শিবপুর উপজেলার আমতলায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নরসিংদীর শিবপুরের নিজ শ্বশুরবাড়ী থেকে পরিবারের সকল সদস্যদের নিয়ে নরসিংদীর শহরের ভেলানগর নিজ বাসায় ফিরছিলেন র্মোশেদ শাহরিয়ার। শিবপুরের আমতলায় পৈাছলে হঠাৎ মোটর সাইকেল যোগে তিনজন সন্ত্রাসী অস্ত্র হাতে নিয়ে গাড়ীর গতিরোধ করেন। গাড়ী থামানোর সাথে সাথেই তিনজন সন্ত্রাসী গাড়ীর উপর হামলা চালায়। এবং গাড়ীর ড্রাইভার রমজান মিয়াকে মারধর করেন। এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশেদ শাহরিয়ারকে টেনে হেছড়ে গাড়ী থেকে নামানো চেষ্টা করে। গাড়ীর ভিতরের লোকজনের চিৎকার শুনে আশাপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।
সাংবাদিক মোর্শেদ শাহরিয়ার বলেন, পূর্ব থেকে উৎপেতে থাকা সন্ত্রীরারা আমি বাসায় ফেরার পথে হঠাৎ আমার ও আমার পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালায় গাড়ী ভাঙচুর করে। আমি পুলিশ কে ঘটনাটি অবহিত করেছি। আমাকে তারা অনেক চেষ্টা করছে গাড়ী থেকে নামাতে ,আমি গাড়ী থেকে নামলে হয়তো প্রাণে মেরে ফেলতো সন্ত্রাসীরা।
এ ব্যাপারে জানতে চাইলে শিবপুর থানার ওসি আবুল কালাম আজাদ জানায়, ঘটনাটি আমি শুনে। সন্ত্রাসীদের ধরার জন্য চেষ্টা করছি।