Thu. Jul 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪ রবিবার,১৫ জুলাই, ২০১৮ঃ  হজ্জের মওসুমে সম্মানিত হজ্জ যাত্রীদের সেবা প্রদানের লক্ষে আশকোনায় অবস্থিত হজ্জ ক্যাম্পে এক্সিম ব্যাংকের বুথ উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৪ জুলাই ২০১৮ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া ফিতা কেটে অনুষ্ঠানিকভাবে এই বুথ উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি এক্সিম ব্যাংকের মাধ্যমে হজ্জপূর্ব কার্যাবলী সম্পন্ন করা হজ্জযাত্রীদের মাঝে ব্যাংকের পক্ষ থেকে উপহারসামগ্রী তুলে দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সিরাজুল হক মিয়া, মোঃ ফিরোজ হোসেন, মোঃ হুমায়ূন কবির ও ব্যাংকের  উর্দ্ধতন নির্বাহীবৃন্দ। 

সার্বক্ষণিক সেবা প্রদানে প্রস্তুত এই বুথ থেকে সম্মানিত হাজীগণ হজ্জসংক্রান্ত বিভিন্ন তথ্যসহ হজ্জ নির্দেশিকা ও প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা বিনিময় করতে পারবেন।