খোলাবাজার২৪ সোমবার ১৬ জুলাই, ২০১৮ঃ মেহেদী হাসান(জবি প্রতিনিধি); রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে(জবি) ২০১৮-১৯ সেশনে স্নাতক(সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় থাকছেনা বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ)। এবার প্রথম বারের মত লিখিত পরীক্ষা নিতে চলেছে জবি।
গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযো, তথ্য ও প্রকাশনা দপ্তর মারফত এই তথ্য জানানো হয়। সব বিভাগে লিখিত পরীক্ষা নেওয়া হলেও, চারুকলা,সংগীত,নাট্যকলা এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে নেওয়া হবে শুধু ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের ৪৪তম একাডেমিক কাউন্সিলর সভায় এসব সিদ্ধান্ত চুড়ান্ত হয়।
অপর দিকে আগামী ২৯সেপ্টেম্বর বিজ্ঞান,৬অক্টোবর মানবিক এবং ১৩অক্টোবর বাণিজ্য শাখায় ১০০ নম্বরের ১ঘন্টা ৩০মিনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
এছাড়াও ভর্তিপরীক্ষা সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।