
খোলাবাজার২৪ সোমবার ১৬ জুলাই, ২০১৮ঃ দূরদর্শিতায় সব সময় এক ধাপ এগিয়ে থাকা সাউথইস্ট ব্যাংক লিমিটেড অধিকতর ব্যাংকিং সুবিধা ও উন্নত গ্রাহক সেবা প্রদানের উদ্দেশ্যে গত ১৫ জুলাই, ২০১৮ (রবিবার) তারিখে সাউথইস্ট ব্যাংকের বিশ্বনাথ এস এম ই / কৃষি শাখা এখন নতুন ঠিকানা, জামিয়া মাদানিয়া মার্কেট, পূর্ব জানাইয়া, বিশ্বনাথ নতুন বাজার, সিলেটে স্থানান্তরিত হয়েছে।
সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, এস. এম. মাঈনুদ্দীন চেীধুরী আনুষ্ঠানিকভাবে স্থানান্তরিত বিশ্বনাথ এস এম ই / কৃষি শাখাটির উদ্বোধন করেন।
সাউথইস্ট ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানান্তরিত শাখা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত শাখা হতে এখন থেকে সাউথইস্ট ব্যাংকের গ্রাহকগণ আধুনিক ব্যাংকিং সুযোগ-সুবিধা, ঋণ সুবিধা সম্বলিত সর্বোত্তম সেবা গ্রহণ করতে পারবেন এবং প্রবাসী বাংলাদেশীদের প্রেরিত কষ্টার্জিত অর্থ দ্রততার সাথে তাদের প্রিয়জনদের বিতরণ করা সম্ভব হবে।