Tue. May 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 কোটা আন্দোলনের নেতা তারিক ‘নিখোঁজ’

খোলাবাজার২৪ সোমবার ১৬ জুলাই, ২০১৮ঃ কোটা সংস্কার আন্দোলনের নেতা মো. তারিক রহমানকে গত শনিবার সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের দাবি, কোটা সংস্কার আন্দোলনে জড়িত থাকার জন্যই তাকে তুলে নেওয়া হয়েছে।

তারিকের পরিবারের সদস্যরা গণমাধ্যমকে জানায়, তারিকের বন্ধুরা জানিয়েছে গত শনিবার সন্ধ্যা ৮টার দিকে তারিক ফকিরাপুলের একটি দোকানে কোটা সংস্কারের ব্যানার ও কিছু কাগজ প্রিন্ট করতে গিয়েছিল। সে যে দোকানে গিয়েছিল তারা কাজ করতে অস্বীকৃতি জানায়। এরপর থেকে তারিককে পাওয়া যাচ্ছে না, তার মুঠোফোন বন্ধ।

তারিক রহমান কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করে ঢাকায় বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। কোটা আন্দোলনের শুরু থেকেই তিনি যুক্ত ছিলেন। কোটা আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের একজন যুগ্ম আহ্বায়ক তিনি।

ছেলের খোঁজ না পেয়ে গতকাল রবিবার রাতে তারিকের মা মোছাম্মৎ শাহানা বেগম মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। কিন্তু তারিকের নিখোঁজ হওয়ার ঘটনাস্থল ওই থানাধীন না হওয়ায় পরে তাঁরা রাত সোয়া ১২টার দিকে শাহবাগ থানায় যান। থানা থেকে তাঁদের একদিন অপেক্ষা করতে বলে তারিকের নাম, ঠিকানা লিখে রাখে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান গণমাধ্যমকে বলেন, এ সম্পর্কে তিনি কিছু জানেন না। তবে তাঁদের থানায় জিডি বা মামলা করা হলে তারা বিষয়টি তদন্ত করবেন।

তারিকের বোন তানজিলা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, কোটা সংস্কার আন্দোলনে যুক্ত হওয়ার পর থেকেই তারিককে নানাভাবে হুমকি দেওয়া হয়। গত শনিবার বিকেলে তিনটার দিকে তাঁর সঙ্গে তারিকের সর্বশেষ কথা হয়। সন্ধ্যার পর বন্ধুদের মারফত তিনি জানতে পারেন তারিক নিখোঁজ। তারিকের মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

ছেলেকে ফিরে পেতে আজ দুপুর ১২টার দিকে সেগুনবাগিচার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে সংবাদ সম্মেলন করবেন তারিকের বাবা ও মা।