খোলাবাজার২৪ মঙ্গলবার ১৭ জুলাই, ২০১৮ঃ মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিকসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার দুপুরে আটককৃতদের আদিতমারী থানা পুলিশের কাছে সোপর্দ করেন।পরে থানা পুলিশ একটি মামলায় তাদেরকে গ্রেফতার দেখান। এর আগে সোমবার রাতে বিজিবি উপজেলার দূর্গাপুর সীমান্ত থেকে তাদের আটক করেন।
গ্রেফতারকৃতরা হলেন, ঝাড়খন্ড জেলার হিংগুলি থানার সান্নাদির ছেলে কোনালিকা (৫৫) ও বগুড়া জেলার শেরপুর উপজেলার শুকরা মিয়ার ছেলে মানিক মিয়া (৪০)।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।