খোলাবাজার২৪ বুধবার ১৮ জুলাই, ২০১৮ঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পাবনা শাখার উদ্যোগে ১৬ জুলাই ২০১৮ ইমাম গাযযালী গার্লস স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীদের টিউশন ফি ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ‘এমক্যাশ’ এর মাধ্যমে প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোনপ্রধান মো. কাওছার উল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শাহেদ পারভেজ, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ জোবায়েরুল হক, সমাজ সেবক আলহাজ মো. আবুল কাশেম ও পাবনা ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপ্যাল মোঃ ইকবাল হুসাইন।
বক্তব্য দেন ইমাম গাযযালী গার্লস স্কুল এ্যান্ড কলেজের প্রিন্সিপ্যাল সুরাইয়া সুলতানা ও ব্যাংকের পাবনা শাখা প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মো. খলিলুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক এবং ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপিস্থত ছিলেন।