খোলাবাজার২৪ বুধবার ১৮ জুলাই, ২০১৮ঃ আজ সকাল ১০ টাই আলুপট্টির মোড়ে দৈনিক বার্তা ভবনের সামনে থেকে মনোনীত মেয়র প্রার্থী বুলবুলের ধানেরশীষের পক্ষে পেশাজিবীদের গণসংযোগ উদ্বোধন করেন অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত সহসাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ।
উপস্থিত ছিলেন প্রফেসর সি এম মোস্তফা রা বি, ইনঞ্জিয়ার প্রফেসর আব্দুর রাজ্জাক ,জেলা বিএনপির সাংঠনিক সম্পাদক মোঃ গোলাম মোস্তফা মামুন, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক এড.সামসাদ বেগম মিতালি, এড.রৌসোনারা পপি, অধ্যাপক মেরিনা বেগম মোহনপুর কলেজ, প্রফেসর ড. এম এনামুল হক আহ্বায়ক সাদা দল রাবি, প্রফেসর ড.মামুনুর রশিদ সাধারণ সম্পাদক শিক্ষক সমিতি রাবি, প্রফেসর এম হাবীবুর রহমান সিন্ডিকেট সদস্য রা বি, প্রফেসর ড.গোলাম ছাদিক,প্রফেসর ড আব্দুল আলিম,সিন্ডিকেট সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে; প্রফেসর ড. শামসুজ্জোহা এছামী সাধারণ সম্পাদক রা বি, প্রফেসর মাসুদুল হাসান খান, অধ্যাপক আব্দুল মতিন রাবি, অধ্যাপক আব্দুস ছালাম, জেলা স্বেচ্চাসেবক দলের সভাপতি নুসরাত এলাহী রিজভী প্রমুখ।