Tue. May 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪ বৃহস্পতিবার ১৯ জুলাই, ২০১৮ঃ  অভিনেত্রী মিথিলা ছোটপর্দার কাজ অনেকখানি কমিয়ে দিয়েছেন। গত রোজার ঈদে খুব বেশি নাটকে কাজ করেননি তিনি। দেখে-শুনে কয়েকটি নাটকে অভিনয় করেছেন। নাটকগুলোর প্রতি দর্শকদের আগ্রহও ছিল বলার মতো।

সেই ধারাবাহিকতায়জানালেন, এবার ঈদেও গুনে গুনে কাজ করবেন তিনি। এরইমধ্যে প্রস্তুতিও শুরু হয়েছে।

গুনে গুনে কাজ করার কারণ কী? এমন কথায় তিনি বলেন, ‘অনেক গল্পই হাতে আসে। আমি গল্প বেছে কাজ করি। সবসময় চেষ্টা করি ভালো কাজগুলো করতে। কারণ ভালো কাজগুলো একজন অভিনয়শিল্পীর অভিনয় ক্ষুধা মেটাতে পারে। তাই বেছে বেছে কাজ করছি। তবে অনেক সময় সময় সুযোগের কারণে ভালো গল্প পেয়েও খুব বেশি নাটকে অভিনয় করা হয় না। এই যেমন, কয়েকদিন পর আফ্রিকার কয়েকটি দেশে যাবো, পেশাগত কারণে।’

কোরবানির ঈদের ব্যস্ততা প্রসঙ্গে মিথিলা জানান, এরইমধ্যে ঈদের কাজ শুরু করেছেন তিনি। এরমধ্যে ছবিয়াল প্রডাকশনের একটি নাটকে অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি।

মিথিলা বলেন, ‘আফ্রিকার দেশগুলোতে যাওয়ার আগে অপূর্বর সঙ্গে জুটি বেঁধে দুটি নাটকে অভিনয় করবো। এখন সেগুলো নিয়ে প্রস্তুতি চলছে। খুব শিগগিরই সেগুলোর শুটিং শুরু হবে। তবে অনেকগুলো কাজের প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছে সময়ের কারণে।’