খোলাবাজার২৪ রবিবার ২২ জুলাই, ২০১৮ : কে কুষ্টিয়া আদালত ভবনে ঘেরাও করে রেখেছে সরকার দলীয় নেতা কর্মীরা।
আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, একটি রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নিতে মাহমুদুর রহমান কুষ্টিয়া আদালতে যান। হাজির হওয়ার পর আদালত জামিনও মঞ্জুর করেন। কিন্তু ততক্ষণে আদালত এলাকায় জমায়েত হয় সরকারদলীয় স্থানীয় কর্মী সমর্থকরা।
তিনি জানান, তারা মাহমুদুর রহমানের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে সরকার দলীয় নেতা কর্মীরা। হামলার আশংকায় মাহমুদুর রহমান আদালত ভবন থেকে বের হতে পারছেন না।