খোলাবাজার২৪ রবিবার ২২ জুলাই, ২০১৮ : কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের বাড়াবাড়ির অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সভাশেষে আমাদের নেত্রী শেখ হাসিনা পরিষ্কারভাবে আমার সামনে ছাত্রলীগের নেতাদের বলেছেন- ছাত্রলীগের নামে যেন কোনো বাড়াবাড়ির অভিযোগ তিনি না পান।
এ ব্যাপারে ছাত্রলীগে সুস্পষ্টভাবে সতর্ক করা হয়েছে বলেও জানিয়েছে তিনি। রবিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
উল্লেখ্য: কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনরত সাধারণ ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের ওপর প্রকাশ্যে বারবার সন্ত্রাসী হামলা করেছে ছাত্রলীগ। হামলার ভিডিও এবং ছবি বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে। ছাত্রলীগের এ ধরণের বর্বর হামলা দেখে সকল শ্রেণী পেশার মানুষ আতঙ্কে রয়েছেন। অনেকেই বলছেন, সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের নির্দেশেই এ ধরণের বর্বর হামলার সাহস পেয়েছে ছাত্রলীগ।