খোলাবাজার২৪ রবিবার ২২ জুলাই, ২০১৮ : দূরদর্শিতায় সব সময় এক ধাপ এগিয়ে থাকা সাউথইস্ট ব্যাংক লিমিটেড এর খাতুনগঞ্জ শাখা এখন নতুন ঠিকানা, জয়নব টাওয়ার, ৪৬ খাতুনগঞ্জ, চট্রগ্রামে স্থানান্তরিত হয়েছে।
চট্রগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম আনুষ্ঠানিকভাবে স্থানান্তরিত খাতুনগঞ্জ শাখা উদ্বোধন করেন। এই সময় সাউথইস্ট ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন ও উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত শাখা হতে এখন থেকে সাউথইস্ট ব্যাংকের গ্রাহকগণ আধুনিক ব্যাংকিং সুযোগ-সুবিধা, ঋণ সুবিধা সম্বলিত সর্বোত্তম সেবা গ্রহণ করতে পারবেন এবং প্রবাসী বাংলাদেশীদের প্রেরিত কষ্টার্জিত অর্থ দ্রততার সাথে তাদের প্রিয়জনদের বিতরণ করা সম্ভব হবে।