Tue. May 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলাবাজার২৪ সোমবার ২৩ জুলাই, ২০১৮ :  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে কর্মসূচি দিয়েছে যুবদল। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী বৃহস্পতিবার দেশের সকল জেলা ও মহানগরীতে বিক্ষোভ করবে সংগঠনটি।

সোমবার এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।

যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন যথাযথভাবে কর্মসূচি পালন করতে নেতাকর্মীদের নির্দেশ দেন।

যুবদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় বলেন, ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না। আমরা অবিলম্বে তার মুক্তি দাবি করছি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবি করছি।’

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। এছাড়া রায়ে মামলার অন্য পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ড ও দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার পর খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে নিয়ে যাওয়া হয়।