Tue. May 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলাবাজার২৪ সোমবার ২৩ জুলাই, ২০১৮ :  মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ফোরজি নেটওয়ার্ক-সমর্থিত স্মার্টফোন বাজারে ছেড়েছে ওয়ালটন। নতুন স্মার্টফোনটিতে ফুল-ভিউ ডিসপ্লে প্রযুক্তি রয়েছে। প্রিমো জিএফ ৭ মডেলের স্মার্টফোনটির দাম ৫ হাজার ৯৯৯ টাকা।

স্মার্টফোনটি ৫.৩৪ ইঞ্চি মাপের। এতে রয়েছে ১.২৫ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ১ জিবি ডিডিআর ৩ র‍্যাম, মালি-টি ৭২০ গ্রাফিকস ও ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। ফোনটির উভয় পাশে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত বিএসআই ৫ মেগাপিক্সেল ক্যামেরা। অ্যান্ড্রয়েডচালিত ফোনটিতে ২৭০০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটিতে একসঙ্গে ব্যবহার করা যাবে দুটি সিম। কানেকটিভিটির জন্য আছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪, ল্যান হটস্পট, ওটিএ ও মাইক্রো ইউএসবি সুবিধা, জিপিএস, এ-জিপিএস নেভিগেশন, প্রোক্সিমিটি, এক্সিলারোমিটার (থ্রিডি), লাইট ইত্যাদি। মাল্টিমিডিয়া ফিচার হিসেবে আছে ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক ও রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও।

ওয়ালটন সেল্যুলার ফোন বিপণন বিভাগের প্রধান আসিফুর রহমান খান বলেন, ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ফোনটি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব কারখানায় তৈরি। স্মার্টফোনে ক্রেতারা পাবেন বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোনটি বদলে নতুন ফোন দেওয়া হবে।