খোলাবাজার২৪ মঙ্গলবার ২৪ জুলাই, ২০১৮ঃ প্রাথমিক তদন্তে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা গায়েবের সত্যতা পেয়েছে দুনীতি দমন কমিশন (দুদক)। সোমবার বিকালে দুদকের দিনাজপুরের উপপরিচালক বেনজীর আহম্মেদ সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
কয়লা গায়েবের ঘটনা তদন্ত করতে সোমবার দুপুর পৌনে ৩টার দিকে কয়লা খনি পরিদর্শনে যান বেনজীর আহম্মেদসহ অন্য কর্মকর্তারা। প্রাথমিক তদন্ত শেষে বেনজীর আহম্মেদ বলেন, বাস্তবে বড়পুকুরিয়া কয়লা খনিতে এখন ১ লাখ ৪৬ হাজার মেট্রিক টন কয়লা থাকার কথা। কিন্তু আমরা পেয়েছি মাত্র দুই হাজার মেট্রিক টন। পুরো তদন্ত শেষে সত্যতা পেলে মামলা করা হবে।
ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে তিনি এই তদন্তে আসেন বলেও জানান বেনজীর। তিনি বলেন, এরই মধ্যে তদন্তে তিনি যা পেয়েছেন, তা প্রধান কার্যালয়কে জানানো হয়েছে।
কয়েকদিন আগে দেশের একমাত্র কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র বড়পুকুরিয়া কয়লা খনি থেকে এক লাখ ৪২ হাজার মেট্রিকটন কয়লা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ ওঠে