Tue. May 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

epaselect epa06908424 Firefighters and volunteers try to extinguish a wildfire raging in Verori, near Loutraki city, Peloponnese, southern Greece, 24 July 2018. As a precautionary move, authorities evacuated three communities near Loutraki and a children’s camp in the Alepohori area as the fire in Kineta picked up on 24 July. The two major fires in Kineta and Kallitechnoupolis, that resulted in the death of at least 74 people, have yet to be extinguished. At Kineta, 150 firefighters were on the site with 74 firetrucks, and were being supported with firefighting planes and helicopters. EPA/VASSILIS PSOMAS

খোলা বাজার২৪।। বুধবার, ২৫ জুলাই, ২০১৮।। গ্রীসে মঙ্গলবার দাবানলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জনে আহত হয়েছে ১৮৭ জন। হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে আশক্সক্ষা করা হচ্ছে। উদ্ধারকারীরা আটকে পড়া লোকদের খোঁজে বাড়িঘরে অথবা দগ্ধ গাড়িতে তল্লাশি চালাচ্ছে।
সোমবার বিকালে এই দাবানলের সূত্রপাত ঘটে ,আগুন বনভূমি ,বাড়িঘর ও বসতি এলাকা গ্রাস করে ,লোকজন সমুেদ্র ঝাপিয়ে পড়ে। এথেন্সের নিকটবর্তী সমুদ্র উপকূলের মটি শহরটির রাস্তা, গাড়ির পার্কিং এলাকা পাইন ফরেস্টের দাবানলের ধোঁয়া ও ছাইয়ে ঢেকে যায়।শহরটি এথেন্স থেকে ৪০ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত।
গ্রীসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস তাঁর বসনিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করে বলেছেন,‘আজ গ্রীসে শোকের দিন।’
গ্রীসের মিডিয়া এই বিপর্যয়কে ‘জাতীয় ট্রাজেডি’ হিসেবে বর্ণনা করেছে।
সরকার এখনো বলতে পারছেনা কত লোক নিখোঁজ রয়েছে।
তবে ২০০৭ সালে গ্রীসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ইভিয়ায় অগ্নিকান্ডে নিহতদের সংখ্যা থেকে ছাড়িয়ে যেতে পারে,ওই ঘটনায় ৭৭জন মারা যায়।
আহত ১৮৭ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে অনেক শিশু রয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
নিহতদের মধ্যে একজন বেলজিয়ান এবং পোল্যান্ডের এক নারী ও তার ছেলে রয়েছে।
পোপ ফ্রান্সিসসহ বিশ্বনেতারা এথেন্সের বিপর্যয়ে শোক ও সংহতি জানিয়েছেন।
এথেন্স বলেছে,ক্ষয়ক্ষতি নিরুপনে বুধবার ৩০৮ জন ইঞ্জিনিয়ারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।