Tue. May 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খালেদা জিয়াকে নিয়ে শেখ হাসিনার বক্তব্যে ‘প্রতিহিংসা’ দেখছে বিএনপি

খোলাবাজার২৪ বুধবার  ২৫ জুলাই, ২০১৮ঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে ‘আরাম আয়েশে থাকলেও’ মামলার তারিখ পড়লেই অসুস্থ হয়ে পড়েন’ বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তা ‘প্রতিহিংসা’ হিসেবে দেখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, ‘এটি অমানবিক বক্তব্য।’

বুধবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন রিজভী আহমেদ। এ সময় তিনি ২৩ জুলাই আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভার শুরুতে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে এ কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, তার (প্রধানমন্ত্রী) প্রতিহিংসার ভাণ্ডার এতই বড় যে, প্রতিদিন তিনি অবান্তর, অসত্য, কটূবাক্যের স্রোত বইয়ে দিলেও তার সেই ভাণ্ডার খালি হয় না। সেদিন শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া জেলখানায় খায়-দায়-শুয়ে থাকে। আর যেই মামলার তারিখ আসে সে অসুস্থ হয়ে যায়। যখনি আদালত হাজিরার তারিখ পড়ে তখনি অসুস্থ হয়ে যায়। আদালতে হাজিরা এড়াতে খালেদা জিয়া নাটুকেপনা করছেন। নাইকো মামলায় এফবিআই (যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা) বসে আছে সাক্ষ্য দেয়ার জন্য। খালেদা জিয়া জানে যে কোর্ট গেলেই ধরা খাবে। তাই আদালতে হাজিরার তারিখ এলেই অসুস্থ হয়ে পড়ে আর হাজিরার তারিখ চলে গেলে আবার ভালো হয়ে যায়।’

কারাগার বেগম খালেদা জিয়া সব ধরনের সুবিধা পাচ্ছেন জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘কোনো কিছুর কমতি নেই খালেদা জিয়ার কারাগারে। যা যা চাচ্ছে তাই পাচ্ছে। এ রকম আয়েশ করতে তো আর কেউ পায়েস খেতে পারে নাই।’

রিজভী আহমেদ বলেন, ‘গতকালও কারা কর্তৃপক্ষ আদালতে রিপোর্ট করেছে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তাই তাকে আদালতে হাজির করা যায়নি।’

‘সরকারি-বেসরকারি এবং বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক’রা বলছেন তিনি অসুস্থ। তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে নিয়ে শেখ হাসিনা সেটাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারেন?’

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ প্রধানকে গ্রেপ্তারের বিষয়টি তুলে ধরে বিএনপি নেতা বলেন, ‘শেখ হাসিনা যখন কারাগারে ছিলেন তখন প্রতিদিন শুনতাম তিনি কানে শোনেন না, চোখেও দেখেন না, আরো কত কি। দিব্যি বেসরকারি হাসপাতাল স্কয়ারে নিজের পছন্দের চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন তিনি। সুতরাং বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে নিয়ে শেখ হাসিনার বক্তব্য বিবেকবর্জিত ও বিনা চিকিৎসায় তার রাজনৈতিক প্রতিপক্ষের জীবনকে সংকটাপন্ন করে দিতে চান।’

রিজভী আহমেদ বলেন, ‘যেহেতু বর্তমানে বেগম খালেদা জিয়ার মামলাগুলো চলমান, সুতরাং এই মামলাগুলোকে প্রভাবিত করতেই বেগম খালেদা জিয়াকে নিয়ে শেখ হাসিনা বিভিন্ন ফোরামে বক্তব্য দিচ্ছেন। আমি দলের পক্ষ থেকে আবারো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।’