খোলা বাজার২৪।। বুধবার, ২৫ জুলাই, ২০১৮।। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বরিশাল জোনের উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্রপ্রধানদের সম্মেলন ২১ জুলাই ২০১৮ শনিবার জোন অফিসে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডাইরেক্টর, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ-এর মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ ওবায়দুল হক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডঃ মোঃ আবুল কালাম আযাদ। ব্যাংকের বরিশাল জোনপ্রধান মোঃ আবদুস সালাম -এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট মোঃ সরোয়ার হোসাইন।